নিজ ছেলেকে মক্কার গভর্নর পদে নিয়োগ দিলেন বাদশাহ আবদুল্লাহ
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর গভর্নর হিসেবে নিজের এক পুত্রকে নিয়োগ দিয়েছেন বাদশাহ আবদুল্লাহ। রোববার সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ৪৩ বছর বয়সী প্রিন্স মিশালকে মক্কার নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেন। এর আগে ৬ বছর ধরে মক্কার গভর্নর ছিলেন ৭৩ বছর বয়সী প্রিন্স খালেদ। সৌদি সরকারি গণমাধ্যম জানিয়েছে, প্রিন্স খালেদকে সৌদি আরবের শিক্ষামন্ত্রী করা হয়েছে। মক্কার নতুন গভর্নর হওয়ার আগে প্রিন্স মিশাল দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের গভর্নর ছিলেন।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আরও কয়েকটি মন্ত্রণালয়ে ব্যাপক রদবদলের পরপরই মক্কার গভর্নর পদে পরিবর্তন আনা হলো। সৌদি রাজপরিবারে ক্ষমতার দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে বাদশাহ আবদুল্লাহ বেশ কয়েকজন তরুণ প্রিন্সকে গুরুত্বপূর্ণ কিছু পদে বসিয়েছেন। নিজের ছেলেদের মধ্যে যুবরাজ মুতায়েবকে সৌদি আরবের জাতীয় নিরাপত্তা গার্ড বাহিনীর প্রধান করা হয়েছে।
এছাড়া আবদুল আজিজকে করা হয়েছে উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং রিয়াদের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন যুবরাজ তুর্কি। এর আগে জানা গিয়েছিল, সালমান বিন আবদুল আজিজকে সরিয়ে নিজের প্রিয়পাত্র প্রিন্স মুকরিনকে সৌদি যুবরাজের দায়িত্বে বসাতে চেয়েছিলেন প্রভাবশালী গোয়েন্দা প্রধান বান্দার বিন সুলতান। সৌদি আরবের নেতৃত্ব ভাগাভাগির পদ্ধতি অন্যান্য রাজতন্ত্রের মতো নয়। সৌদি যুবরাজদের অনেকেরই একাধিক স্ত্রী রয়েছে এবং তাদের অসংখ্য সন্তান রয়েছে। বর্তমানে সৌদি আরবের প্রিন্সের সংখ্যা প্রায় ৭,০০০।
এত বিশাল সংখ্যক রাজপুত্রকে ভেতর থেকে দেশের পরবর্তী কর্ণধার নির্বাচন অত্যন্ত জটিল ও কঠিন বিষয়।