ভবনের সঙ্গে বিমানের ধাক্কা প্রাণে বাঁচলো ২০০ যাত্রী
টেকঅফ করার সময় বিমানবন্দরের একটি ভবনের সঙ্গে ধাক্কা খেয়েছে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান। ওই সময় লন্ডনগামী বিমানটিতে ২০০ যাত্রী ছিলেন। উড্ডয়নের সময় বিমানের ডান পাখা ভবনের সঙ্গে ধাক্কা খায়।
এ ঘটনায় বিমানবন্দরের চার কর্মী আহত হন।
কর্তৃপক্ষ জানায়, রোববার বোয়িং ৭৪৭ বিমানটি টেকঅফের জন্য নির্ধারিত রানওয়েতে না উঠে ভুলে গাড়ি চলাচলের জন্য নির্ধারিত সরু একটি রানওয়েতে চলে যায়। নিয়ন্ত্রণ টাওয়ারের মুখপাত্র ফিনদিয়ে জয়েবুর জানান, বিমানটিকে নির্ধারিত রানওয়ে ব্যবহার করতে বললেও ভুল করে সেটি সংকীর্ণ ওই রানওয়েতে চলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় বিমানবন্দরের চারজন কর্মী আহত হলেও কোনো যাত্রী আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি সরিয়ে নেয়ার পর বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ঘটনার তদন্ত চলছে।