মালয়েশিয়ায় বাংলাদেশীর ২৯ বছরের জেল
মালয়েশিয়ায় ধর্ষণ ও ডাকাতির দায়ে এক বাংলাদেশীকে ২৯ বছরের জেল দেয়া হয়েছে। পাশাপাশি তাকে ১৬ ঘা বেত্রাঘাত দেয়া হবে। গত বছর এক রেস্তোরাঁকর্মী (৪২) ওই বাংলাদেশী এ ঘটনা ঘটায়। ওই সময় সে ৩১ বছর বয়সী এক কেরানিকে ধর্ষণ করে। এ জন্য তাতে ১০ ঘা বেত্রাঘাত দেয়ার রায় দেয়া হয়েছে। মালয়েশিয়ার দ্য স্টার পত্রিকার খবরে এ কথা বলা হয়। এতে বলা হয় তার বিরুদ্ধে ওই রায় দেন সেশনস কোর্টের বিচারক রোজিনা আইয়ুব। দণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশীকে শুধু ভুট্টো হিসেবে প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়, ভুট্টো শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয় নি। সে ওই কেরানির ৩০০ রিঙ্গিত মূল্যের একটি মোবাইল ফোন কেড়ে নেয়। এ জন্য আদালত তাকে আরও ৯ বছরের জেল দিয়েছে। এ ঘটনায় তাকে ৬ ঘা বেত্রাঘাত দেয়ার রায় দেয়া হয়েছে। সব মিলিয়ে তার জেল দেয়া হয়েছে ২৯ বছর। বেত্রাঘাত করা হবে ১৬ বার। বিচারক রোজিনা বলেছেন, ভুট্টোকে এ বছরের ১৫ই অক্টোবর গ্রেপ্তার করা হয়। ওই সময় থেকে তার সাজার মেয়াদ ধরতে হবে।