পবিত্র কোরআনই সামগ্রিক শান্তি-শৃঙ্খলা ও রাষ্ট্রীয় নিরাপত্তার একমাত্র গ্যারান্টি : বিচারপতি আবদুর রউফ
সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ বলেছেন, ইসলাম ও দেশ রক্ষায় সবাইকেই এগিয়ে আসতে হবে। পবিত্র কোরআনই সামগ্রিক শান্তি-শৃঙ্খলা ও রাষ্ট্রীয় নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। সর্বস্তরের আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ইমাম-খতিবদের জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যেতে হবে।
বুধবার দুপুরে রাজধানীর কাঁটাবনে বাংলাদেশ মসজিদ মিশন অডিটরিয়ামে মসজিদ মিশন পরিচালিত আদর্শ হেফ্জখানা থেকে হিফজুল কোরআন সমাপ্তকারী ছাত্রদের দস্তারবন্দি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি আবদুর রউফ বলেন, আমাদের সবাইকে পবিত্র কোরআনের খাদেম হতে হবে। তাহলেই শান্তিময় সমাজ গড়ে উঠবে। মহান আল্লাহর বান্দা ও মহানবী (সা.)-এর উম্মত হিসেবে আমাদেরকে কোরআনের বিধান মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। রোজ কিয়ামতে পবিত্র কোরআন আমাদের সুপারিশকারী হবে—যদি আমরা কোরআন অনুযায়ী চলতে পারি এবং কোরআনের রাজ কায়েম করতে যত্নবান হই।
দেশ ও জাতির এ দুর্দিনে আমাদের সবাইকে কোরআনের ছায়াতলে সমবেত হতে হবে। মসজিদ মিশন প্রতিষ্ঠালগ্ন থেকে নানামুখী সমাজসেবামূলক কর্মকাণ্ড আঞ্জাম দিয়ে যাচ্ছে। সর্বস্তরের মুসল্লিদের দীনি কাজের সঠিক গাইড করতে আমাদের ইমাম-খতিবরা নিয়মিত কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আহমাদুল্লাহ আশরাফ বলেন, মসজিদ মিশন পবিত্র কোরআন হেফাজতের যেসব কর্মসূচি গ্রহণ করেছে, তা খুবই গুরুত্বপূর্ণ। কোরআন কায়েমের জন্য কোরআন প্রেমিকদের বাতিলের বিরুদ্ধে মজবুত আন্দোলন গড়ে তুলতে হবে। জালেম শাসকের মোকাবিলা করতে সব ঈমানদারদের ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মসজিদ মিশনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফাজ্জল হোসাইন খান।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিরপুর আজরাবাদ মাদরাসার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মাওলানা মোস্তফা আজাদ, ইসলামি দলগুলোর সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও মসজিদ মিশনের সহ-সভাপতি প্রফেসর ড. ইহইয়ার রহমান, টেকেরহাটের পীরসাহেব মাওলানা কামরুল হাসান সাঈদ আনসারী প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতী ছাত্রদের সনদ ও পাগড়ি দেয়া হয় এবং দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া করা হয়।