যুক্তরাষ্ট্রে বিনামূল্যে ফেসবুক ব্যবহার
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে চালু হতে যাচ্ছে বিনামূল্যে ফেসবুক ব্যবহারের সুবিধা। ভারত ও ফিলিপাইন অবশ্য এর আগেই কোনো ধরনের ডাটা প্ল্যান ছাড়াই ফেসবুক ব্যবহারের সুযোগ করে দেয়।
মোবাইলে কোনো ধরনের ডাটা প্ল্যান ব্যবহার না করেও ব্যবহার করা যাবে ফেসবুক।
আসছে জানুয়ারিতে টি-মোবাইলের একটি কম ব্যবহৃত স্বল্পমূল্যের প্রিপেইড প্যাকেজ গোস্মার্ট মোবাইলে এই সুবিধা চালু করা হবে। প্রাথমিকভাবে আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য চালু করা হলেও সব ধরনের ফিচার ফোনেও এই প্যাকেজ ব্যবহার করে বিনামূল্যে ব্যবহার করা যাবে ফেসবুক। এই ধরনের প্যাকেজ যুক্তরাষ্ট্রের কোনো মোবাইল অপারেটর অফার করে না। যেসব মোবাইল গ্রাহক তাদের খরচ নিয়ে চিন্তিত, তাদের উদ্দেশ্য করেই এই প্যাকেজ চালু করা হচ্ছে বলে জানিয়েছে টি-মোবাইল।