থাইল্যান্ডে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
থাইল্যান্ডে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ঠেকাতে গেলে এই সংঘর্ষ শুরু হয়। আগামী ২ ফেব্রুয়ারিতে দেশটির নির্বাচনকে সামনে রেখে ব্যাংককের একটি স্টেডিয়ামে নিবন্ধন করাতে গিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল।
বিক্ষোভকারীরা স্টেডিয়ামের দরজা ভেঙ্গে প্রবেশের চেষ্টা চালায়। স্টেডিয়ামের ভেতরে নির্বাচন কমিশন কর্মকর্তারা কাজ করছেন। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথরও নিক্ষেপ করে। প্রায় পাঁচশ বিক্ষোভকারীকে নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করে।
প্রেসিডেন্ট ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। বিরোধীদের বিক্ষোভের মুখে সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনের প্রতিশ্রুতি দেন ইংলাক। তবে বিক্ষোভকারীরা নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন।
এদিকে চলমান রাজনৈতিক সংকট নিরসনের উদ্দেশ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বুধবার ‘জাতীয় সংস্কার কাউন্সিল’ গঠনের প্রস্তাব দিয়েছেন। তবে আন্দোলনের নেতা সুথেপ থগসুবান তাৎক্ষণিকভাবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।