বর্ণবৈষম্যের শিকার অস্ট্রেলিয়ার মুসলিম মন্ত্রী
অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম মন্ত্রী ইদ হুসিক কুরআন শরিফ হাতে শপথ নেয়ার ঘণ্টাখানেকের মধ্যেই বর্ণবৈষম্যমূলক মন্তব্যের শিকার হলেন। কুরআন হাতে তার শপথ নেয়াকে অ-অস্ট্রেলীয়সুলভ বলে মন্তব্য করা হয়েছে ফেসবুকে। সোমবার কেভিন রাডের সরকারের সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেন ৪৩ বছর বয়সী হুসিক।
ফেসবুকে বর্ণবৈষম্যমূলক বক্তব্যে মোটেও রুস্ট হননি ইদ হুসিক। তিনি বলেছেন, তার কাছে প্রধানমন্ত্রীর সংসদীয় সচিব নির্বাচিত হওয়াটা অত্যন্ত গর্বের বিষয়। কোনো রকম রাখঢাক না করেই ইদ হুসিক বলেন, একজন মুসলমান হিসেবে তার পক্ষে বাইবেল হাতে শপথ নেয়া সম্ভব নয়। তার বিরুদ্ধে করা বর্ণবৈষম্যমূলক মন্তব্যকে তিনি ‘অন্ধকার’ থেকে আসা বিক্ষিপ্ত মন্তব্য হিসেবেই দেখছেন। হুসিকের দলের পক্ষ থেকে হুঁশিয়ার করা হয়েছে, তাকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা মোটেই সহ্য করা হবে না। তবে ফেসবুকেই আবার কেউ কেউ তার প্রতি সম্মানও জানিয়েছেন। তার প্রতি অনুরোধ করা হয়েছে, তিনি যেন বর্ণবৈষম্যমূলক মন্তব্যগুলো অগ্রাহ্য করেন। ১৯৬০ সালে বসনিয়া থেকে হুসিকের পরিবার অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। সেই থেকে তারা অস্ট্রেলিয়াতেই বসবাস করছেন।