বছরের আলোচিত ১০ সংবাদ
ঘটনাবহুল আরেকটি বছর শেষ হতে চলেছে। এ সময়ে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগও বারবার আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের হাটে হাঁড়ি ভেঙে দিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন এডওয়ার্ড স্নোডেন। বছরের শেষদিকে বিশ্বকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হন নেলসন ম্যান্ডেলা। রাসায়নিক অস্ত্র ধ্বংসে রাজি হয়ে শেষ মুহূর্তে সিরিয়ার একটি অবশ্যম্ভাবী যুদ্ধ থেকে রক্ষা পাওয়া বা পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের হঠাৎ আলোচনায় আগ্রহী হয়ে ওঠা আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মোড় সৃষ্টি করেছে। এশিয়ার দুই শক্তিশালী দেশ চীন ও জাপানের মধ্যে নতুন করে উত্তেজনা, ভারতের ধর্ষণ মহামারী কিংবা ফিলিপাইনের প্রলয়ঙ্করী ঝড়ও কম মনোযোগ কাড়েনি। টাইম অবলম্বনে ১০টি আলোচিত ঘটনা তুলে ধরেছেন আদনান মনোয়ার হুসাইন।
স্নোডেনের তথ্যবোমা
যুক্তরাষ্ট্র তার জাতীয় নিরাপত্তার নামে কীভাবে গণহারে বিশ্বব্যাপী টেলিফোন ও ইন্টারনেটে মানুষের যোগাযোগ ব্যবস্থায় আড়ি পেতে তথ্য সংগ্রহ করছে, তার একটি অকল্পনীয় চিত্র উপস্থাপন করেন সিআইএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সঙ্গে জড়িত থাকার সুবাদে সংস্থাটির ওই বিতর্কিত কর্মসূচির বিপুল সংখ্যক নথি হস্তগত করে মে মাসে তা মিডিয়ায় ফাঁস করে দেন স্নোডেন। নানাভাবে ওই কর্মসূচির পক্ষে সাফাই গাইলেও শেষ পর্যন্ত বিশ্বজুড়ে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ওবামা প্রশাসন।
ইরানে আশার আলো
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পারস্য উপসাগরের পরিস্থিতি বিপজ্জনক অবস্থায় ছিল কয়েক বছর ধরেই। তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ ও বিশ্বে নানামুখী সংকটের আশঙ্কাও এড়ানো যাচ্ছিল না। ছয় পরাশক্তির সঙ্গে তেহরানের আলোচনা বারবারই ব্যর্থ হচ্ছিল। এ অবস্থায় জুনে হাসান রুহানি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দৃশ্যপট পাল্টে যায়। তিন দশকের মধ্যে প্রথমবারের মতো সেপ্টেম্বরে মার্কিন কোনো প্রেসিডেন্টের সঙ্গে ইরানি কোনো প্রেসিডেন্টের ফোনালাপ হয়। পরে নভেম্বরে ওই কর্মসূচি নিয়ে ছয় মাসের অন্তর্বর্তী একটি চুক্তিতে উপনীত হয় উভয় পক্ষ। এর মা্যধমে আপাতত একটি সংঘাত ও অস্থিতিশীলতা এড়ানো গেছে বলেই মনে করা হচ্ছে।
অনিশ্চয়তার আবর্তে সিরিয়া
প্রায় পৌনে তিন বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। সরকার ও বিরোধী উভয় পক্ষই শক্তিশালী দেশগুলোর সমর্থন পেয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহল শান্তি ও সমঝোতার প্রচেষ্টাও চালাচ্ছে। প্রাণহানি ও শরণার্থী সমস্যাও বাড়ছে পাল্লা দিয়ে। তবে সিরিয়া ইস্যুতে এ বছরের বড় স্বস্তির বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ এড়ানো। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলার তোড়জোড় শুরু করলে রাশিয়ার অনড় অবস্থানের কারণে তা হয়নি। বরং রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের একটি সমঝোতায় সম্মত হয় ওয়াশিংটন। এর মাধ্যমে শুধু সিরিয়া নয়, বরং এর প্রতিবেশী ও সম্পর্কযুক্ত দেশগুলোও বিপর্যয় থেকে রক্ষা পেল। সিরিয়া আক্রান্ত হলে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এখন চলছে দেশটির উভয় পক্ষকে আলোচনায় বসানোর চেষ্টা।
মিসরে বিবর্ণ বসন্ত
আরব বসন্ত বা বিপ্লবের ধাক্কায় তিন দশকের মসনদ ছেড়ে কারাগারে রয়েছেন মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক। কিন্তু সে বসন্তে দেশটিতে ফুল ফোটেনি। বরং কাঁটা হয়ে তাড়িয়ে বেড়াচ্ছে মিসরীয়দের। প্রথমবারের মতো গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয় ইসরায়েলবিদ্বেষী ও ফিলিস্তিনের মিত্র মুসলিম ব্রাদারহুড। কিন্তু এক বছর পরই ৩ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে অনুগতদের দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করে সেনাবাহিনী। দেশটির রাজপথে ফের শুরু হয় সংঘাত। দেশটিতে এখন মূলত চলছে ইসলামপন্থি বনাম উদারপন্থিদের লড়াই। অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ এ দেশটি শেষ পর্যন্ত কোন পন্থায় পরিচালিত হবে, তার ওপর মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের অনেক কিছুই নির্ভর করছে।
চীন-জাপান উত্তেজনা
সুপার পাওয়ার হিসেবে উত্থানে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনের অন্যতম প্রতিবন্ধক তার নিজের জলসীমা। পূর্ব ও দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রতিবেশীদের সঙ্গে বৈরিতা রয়েছে বেইজিংয়ের। সারাবছর প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চললেও শেষ প্রান্তে এসে জাপানের সঙ্গে বড় ধরনের উত্তেজনা দেখা দেয় চীনের। পূর্ব চীন সাগরে নভেম্বরে বেইজিং একতরফা আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল ঘোষণা করলে এ উত্তেজনা দেখা দেয়। জাপানের মিত্র যুক্তরাষ্ট্র ওই অঞ্চল দিয়ে বোমারু বিমান উড্ডয়ন করে।
ভারতের ধর্ষণ মহামারী
গত বছরের ১৬ ডিসেম্বর চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন এক ছাত্রী। পরে মারাও যান তিনি। এ নিয়ে দেশটিতে যে ক্ষোভ ও প্রতিবাদের জোয়ার দেখা দেয়; চলতি বছরেও তা অব্যাহত ছিল। একই সঙ্গে ধর্ষণ নামক মহামারীটিও অব্যাহত ছিল ভারতজুড়ে। রেহাই পাননি বিদেশি পর্যটকরাও। ক’দিন আগেও কলকাতায় এক কিশোরী চলন্ত ট্যাক্সিক্যাবে গণধর্ষণের শিকার হয়। ক্ষমতাধর দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠার চেষ্টায় মগ্ন ভারতের ঘরের ভেতরে এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় দেশটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্নম্ন হয়েছে। উন্নয়নশীল বিশ্বের সমাজ ও সামাজিকতা নিয়েও নতুন করে পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে।
ম্যান্ডেলার প্রয়াণ
৫ ডিসেম্বর চলে গেলেন বর্ণবাদবিরোধী আন্দোলনের মহানায়ক নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ এ প্রেসিডেন্ট কয়েক মাস ধরেই হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। ৯৫ বছর বয়সী এ কিংবদন্তির প্রয়াণ খুব আকস্মিক না হলেও শোকে মুহ্যমান হয়েছে গোটা বিশ্ব। বর্তমান বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় ও গ্রহণযোগ্য ব্যক্তিটির বিদায়বেলায় দক্ষিণ আফ্রিকায় জড়ো হয়েছিলেন বিশ্বের প্রায় সব দেশের নেতারা।
প্রগতিশীল পোপ
১৩ মার্চ ক্যাথলিক খ্রিস্টানদের নতুন পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। এর আগে ৬০০ বছরের মধ্যে প্রথমবারের মতো অবসরে চলে যান পোপ ষোড়শ বেনেডিক্ট। এর পর ভ্যাটিকানে ভোটাভুটিতে পোপ নির্বাচিত হন আর্জেন্টিনার যাজক বেরগোগলিও (পরে ফ্রান্সিস নাম ধারণ করেন)। নিজেকে ইতিমধ্যেই তিনি একজন সংস্কারক ও গরিববান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তিনি ভ্যাটিকানের অর্থনৈতিক সংস্কার শুরু করেছেন। পশ্চিমা পুঁজিবাদের সমালোচনার পাশাপাশি নারী ও সমকামিতা ইস্যুতে গির্জার মনোভাবকেই চ্যালেঞ্জ করে বসেছেন উদার মানসিকতার এ পোপ।
ব্রিটেনের রাজশিশু
রাজপরিবারে নতুন শিশুর আগমনবার্তা শুনিয়ে ব্রিটিশদের অপেক্ষায় রেখেছিলেন ব্রিটেনের রাজবধূ কেট মিডলটন। শিশুটি মেয়ে হলে সিংহাসনে তার উত্তরাধিকার নিশ্চিত করতে শত বছরের আইন পরিবর্তনেরও উদ্যোগ নেয় ব্রিটেন। শেষ পর্যন্ত জুলাইয়ে জন্ম নেয় ছেলে শিশু। নাম রাখা হয় প্রিন্স জর্জ। গোটা বিশ্ব মিডিয়াকে কয়েকদিন দারুণ ব্যস্ত রেখেছিল এ শিশু। তাকে নিয়ে এখন ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরসূরি তিনজন।
ফিলিপাইনে সুপারটাইফুন
নভেম্বরে শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ানের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে যায় ফিলিপাইনের ট্যাকলোবান অঞ্চল। প্রস্তুতি থাকা সত্ত্বেও অন্তত ৬ হাজার লোক নিহত হয়। ২০ লাখ লোক গৃহহীন হয়। ১৭০ কিলোমিটার বেগের ঝড়ো বাতাস ও ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে পড়ে গোটা অঞ্চল। আন্তর্জাতিক মহল দেশটির সহায়তায় এগিয়ে আসে। বৈরী চীনও অল্প পরিমাণ সহায়তা দেয়। তবে এশিয়ায় শক্ত খুঁটি গাড়তে মরিয়া যুক্তরাষ্ট্র উদ্ধার কাজ ও বড় অঙ্কের অর্থ সহায়তা দেয়।