৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে বিশিষ্ট নাগরিকদের আহ্বান

দেশের সংকট সমাধানে ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করে একটি সুষ্ঠু সমাধানের মাধ্যমে দশম নির্বাচন করার আহ্বান জানিয়েছে দেশের নাগরিক সমাজ। শনিবার গুলশান লেকশর হোটেলে সিপিডি, আইন ও শালিশ কেন্দ্র, সুজন এবং টিআইবির যৌথ উদ্যেগে আয়োজিত ‘সংকটে বাংলাদেশ-নাগরিক ভাবনা বিষয়ক আলোচনায় এ আহ্বান জানান দেশের নাগরিক সমাজের সচেতন নাগরিকবৃন্দ। এ জন্য পূণরায় সংসদ ডেকে একটা নতুন ফর্মূলা তৈরি করারও কথা বলেন তারা।
সিপিডির বোর্ড অব ট্রাস্ট্রি ড. রেহমান সোবহানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে সৈয়দ আবুল মকছুদ, ব্যারিস্টার রফিকুল হক, তত্তাবধায়ক সরকারে সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, ড. আনিসুল হক, সাবেক উপদেষ্টা তপন কুমার চৌধুরী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, ড. আসিফ নজরুল, ড. পিয়াস করিম, মতিউর রহমান খান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন, ও ড.রিজওয়ানা আহমেদ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিবিদরা ক্ষমতার যাওয়ার পর পরবর্তীতে ক্ষমতায় না আসার চিন্তা করে না । তাই তারা নিজেদের মতো করে সংবিধান কিংবা আইন প্রণয়ন করে। ৫ জানুয়ারির নির্বাচন জাতির জন্য কোনো ভালো ফল নিয়ে আসবে না। বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনা ভাঙ্গিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।
এতে বলা হয়, যেখানে ১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন সেখানে নির্বাচনের কোনো প্রশ্ন উঠে না। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না হলে তা সংবিধান বহির্ভূত হয়। তাই ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করে আলোচনার মাধ্যমে নতুন নির্বাচন দিতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button