খালেদার খবর আছে : মায়া

বিরোধী দলের কর্মসূচি প্রতিহতে লাঠি নিয়ে নেতা-কর্মীদের মাঠে নামতে নির্দেশ দিয়েছে আওয়ামীলীগ। শনিবার  দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিরোধী দলের  গণতন্ত্রের অভিযাত্রা প্রতিহত করতে এক জরুরি বর্ধিত সভায় এ নির্দেশ দেয়া হয়। এতে বক্তব্য রাখেন  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, আইন প্রতিমন্ত্রী এড. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি আগামীকাল যদি জাতীয় পতাকার অবমাননা করেন, তাহলে আপনার খবর আছে! আপনার ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে।’
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মায়া বলেন, ‘ঢাকায় ঢোকার আটটি পয়েন্ট দিয়ে আগামীকাল যেন কোনো মাছিও না আসতে পারে। যদি এই পথ দিয়ে কোনো শয়তান ঢোকে, তাহলে যেসব নেতা-কর্মী দায়িত্ব থাকবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। ওইসব কমিটি বিলুপ্ত করা হবে। আর যারা ভালো কাজ করবে, তাদের পুরস্কৃত করা হবে।’
ওবায়দুল কাদের বলেন, সহিংসতা চালিয়ে বিরোধীদের আন্দোলন ভুলের চোরা বালিতে হারিয়ে গেছে। আন্দোলনের ভাঙ্গা হাত আর জাগবেনা। দশম নির্বাচনের পরে শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আলোচনার মাধ্যমে সমযোতায় এসে একাদশ নির্বাচনের প্রস্তুতি নিন। এতে বলা হয়, বিরোধী দল জনগণকে বাদ দিয়ে উগ্রবাদীদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের অভিযাত্রার নামে অগণতান্ত্রিক পথে আন্দোলনে নেমেছে। যা হাস্যকর ছাড়া কিছুই নয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button