ব্রিটেনের আক্রমণের বাইরে থাকা ২২ দেশ
মুহাম্মদ মোস্তাফিজুর রহমান: ‘ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না।’ বহুল প্রচলিত একটি কথা। ১৯ ও ২০ শতকে ব্রিটেনের জন্য কথাটি বেশি প্রচলিত ছিল। ১৯৩৭ সালের দিকে ব্রিটেনের জন্য কথাটি ছিল অনেক বেশি প্রযোজ্য। এর আগে ১৬ ও ১৭ শতকের জন্য কথাটির দাবিদার ছিল স্পেন সাম্রাজ্য। কিন্তু কেন?
প্রায় পুরো বিশ্ব জয় করেছিল ব্রিটেন। ভারত উপমহাদেশকে শাসন করেছিল প্রায় ২০০ বছর। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, মিসর, দক্ষিণ আফ্রিকাসহ প্রায় অর্ধেক বিশ্বে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল ব্রিটেন। গোলাকার এই পৃথিবীতে সূর্য যে অঞ্চলেই উদিত হয়েছে সে অঞ্চলেই ব্রিটেনের সাম্রাজ্য ছিল। আর এ জন্যই বলা হতো ব্রিটেন সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। বিশ্বের ৯০ ভাগ দেশে আক্রমণ করেছিল তারা। মাত্র ২২টি দেশে আক্রমণ করেনি বা করতে পারেনি ব্রিটেন।
সৌভাগ্যবান এই ২২টি দেশ হলো- অ্যান্ডোরা, বেলারুশ, বলিভিয়া, বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, শাদ, রিপাবলিক অব কঙ্গো, গুয়াতেমালা, আইভরি কোস্ট, কিরঘিজিস্তান, লিশ্টেনশ্টাইন, লুক্সেমবার্গ, মালি, মার্শাল আইল্যান্ড, মোনাকো, মঙ্গোলিয়া, প্যারাগুয়ে, সাও টোমে ও প্রিন্সিপ, সুইডেন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও ভ্যাটিকান সিটি।