অ্যাসাঞ্জের নতুন রাজনৈতিক দল ‘উইকিলিকস পার্টি’
সারা বিশ্বে একাধারে বিপুল জনপ্রিয় ও বহুল বিতর্কিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ উইকিলিকস পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন। অস্ট্রেলিয়ায় আসন্ন নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে আশাবাদী অ্যাসাঞ্জ। লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে তিনি বলেছেন, অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামতে তিনি দেশটিতে ফিরে যেতে চান এবং সেটা ঘটবে বলেও আশা করছেন তিনি। উইকিলিকস পার্টির মুখপাত্র সামান্থা ক্রস এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। এদিকে অ্যাসাঞ্জ আরও বলেছেন, যদি তা না ঘটে, তবে পার্টি একজন রানিং মেটকে মনোনীত করবে। আর তিনি হবেন লেসলি ক্যানল্ড। নিজ রাজনৈতিক দলের স্বচ্ছতা, জবাবদিহিতার ব্যাপারেও মন্তব্য করেছেন অ্যাসাঞ্জ। একই সঙ্গে দলটিতে বাছাই করে বেশ দক্ষ কর্মীদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি। উইকিলিকস পার্টি থেকে ৬ জন প্রার্থী আসন্ন ফেডরেল নির্বাচনে অংশ নেবেন। ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রতিটি কেন্দ্র থেকে উইকিলিকসের দুই জন করে প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।