রবিবার ১০টার মধ্যে নয়াপল্টনে পৌঁছার আহ্বান জামায়াতের
আগামীকাল রবিবার সকাল ১০টার মধ্যে নয়াপল্টনের সমাবেশস্থলে উপস্থিত হয়ে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম খান এ আহ্বান জানান।
তিনি বলেন, ব্যর্থ ও জুলুমবাজ সরকারের নির্দেশে যৌথবাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের তাণ্ডব, নৈরাজ্য ও গণগ্রেপ্তার অব্যাহত রয়েছে। সে ধারাবাহিকতায় আজ যৌথবাহিনী মোহাম্মদপুর থানা জামায়াতের আমির জিয়াউল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী, শিশু পুত্র-কন্যা ও ভাইকে গ্রেপ্তার করেছে।
মাওলানা রফিকুল বলেন, তারা বিগত ২৪ ঘণ্টায় রাজধানীতে তিনজন নারী ও কয়েকজন শিশুসহ দু’শতাবিধক বিরোধীদলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে। সরকারের প্রতিহিংসা ও জিঘাংসার হাত থেকে রেহাই পাচ্ছেন না নারী, শিশু, বৃদ্ধ ও সম্মানিত অতিথিরা।
তিনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস, দমন-পীড়ন ও জনতার কন্ঠ রোধ করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না বরং জনগণ সরকারের সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে যেকোন মূল্যে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ সর্বাত্মভাবে সফল করবে।
ঢাকা মহানগর জামায়াতের আমির বলেন, যৌথবাহিনী রাজধানীতে অভিযানের নামে শুক্রবার বিভিন্ন বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে নারকীয় তাণ্ডব চালিয়ে দুই শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে। তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর, তছনছ ও আতঙ্ক সৃষ্টি করে এবং গণগ্রেপ্তার চালায়।
তিনি বলেন, ব্যর্থ ও জুলুমবাজ সরকারের পতনের লক্ষে জনগণ রাজপথে নেমে এসেছে। জনস্রোত এখন রাজধানী ঢাকামুখী। সরকারের কোনো ষড়যন্ত্রই জনগণের এই উত্তাল তরঙ্গ কোনোভাবেই রোধ করতে পারবে না।
মাওলানা রফিকুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের তোপের মুখে সরকারকে অনতিবিলম্বে ক্ষমতা থেকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হবে।
দলমত নির্বিশেষে সবাইকে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহবান জানিয়ে তিনি বলেন, জনতার কর্মসূচিতে সরকার বাধা দিলে সারা দেশে যে দাবানল ছড়িয়ে পড়বে তা থেকে সরকার নিজেদের রক্ষা করতে পারবে না।