মার্চ ফর ডেমোক্রেসিতে যোগ দেবেন খালেদা জিয়া
প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে কোনো রকম বাধা না দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
শনিবার রাতে জাতীয় প্রেসক্লাবে দলের পক্ষে সংবাদ সম্মেলন করে তিনি এ আহবান জানান। যথাসময়ে বেগম খালেদা জিয়াও নির্ধারিত কর্মসূচিতে যোগ দেবেন বলে জানান তিনি। এ সময় তিনি আবারো সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি শান্তিপূর্ণ গণতান্ত্রিক এ কর্মসূচি পালনে অনুমতি দেয়ার জন্য আহবান জানান।
গণতান্ত্রিক এ কর্মসূচি প্রতিহত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী স্বৈরতান্ত্রিক আচরণ করছে অভিযোগ করে তিনি বলেন, সরকারদলীয় লোকজন লাঠিসোটা হাতে নিয়ে রাস্তায় নেমে সহিংসতার চেষ্টা চালাচ্ছে।
এক তরফার নির্বাচনের অর্থহীন ইশতেহার ঘোষণা করে শেখ হাসিনা দেশবাসীর সঙ্গে তামাশা করছেন বলেও মন্তব্য করেন তিনি।