খালেদা জিয়ার প্রটোকল প্রত্যাহার
বিএনপি চেয়ারপারর্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রটোকল প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে প্রটোকল প্রত্যাহার করে তার বাসা র্যাব-ডিবি ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা ঘেরাও করে রাখে। এ সময় বাস ভবনের সামনে গুলশান জোনের এডিসি আয়শা এর নেতৃত্ব ব্যাপক মহিলা পুলিশ মোতায়ন করা হয়েছে।
খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন থেকে রাজনৈতিক কার্যালয়ে যেতে বাধা দেয় পুলিশ। সেই সঙ্গে তার বাসভবনের দুইপাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ।
উল্লেখ্য, রাত সাড়ে ৮টায় গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিকল্পধারা প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও জাসদ (রব) সভাপতি আসম আবদুর রবের সঙ্গে বৈঠক করার কথা ছিল।