সুপ্রিমকোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের উপর আ.লীগের হামলা

Courtপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবিদের মিছিলে হামলা চালিয়েছে আওয়ামী ক্যাডাররা। শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকখুলে লাঠি-সোঁঠা নিয়ে ছাত্রলীগ কর্মীরা ভিতরে ঢুকে পড়ে। এসময় তারা আইনজীবীদের ধাওয়া করতে করতে ভিতরে প্রবেশ করে। কোর্টের ভিতরে প্রবেশ করে ছাত্রলীগ কর্মীরা আদালতের ভবনসমূহে ব্যাপক ভাঙচুর, আসবাব ও মটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
দুপুর আড়াইটার দিকে সুপ্রীম কোর্টের আইনজীবীদের মিছিলটি নয়াপল্টনের দিকে যেতে চাইলে হামলা চালায় পুলিশ।
এসময় প্রধান ফটকের সামনে পুলিশ ও আইনজীবীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জলকামান ব্যবহার করলে বেশকয়েকজন গুরুতর আহত হন। এদিকে পুলিশের জলকামান, গরম পানি , সাউন্ড নিক্ষেপের পরও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন আইনজীবিরা। তারা সংঘর্ষের মধ্যেই সরকারের পতনের দাবিতে শ্লোগান তুলছেন। এবং ব্যারিকেড ভেঙ্গে বের হয়ে আসার চেষ্টা চালাচ্ছেন। সুপ্রীম কোটের্র মূল ফটকের বাইরে থেকে জলকামান থেকে পুলিশ গরম পানি ও রঙ্গিন পানি নিক্ষেপ করে। জবাবে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়ছে। সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছে।
আইনজীবিদের মিছিলে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুবু হোসেন, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button