বরিশাল সিটি করপোরেশনে রদবদল শুরু
মেয়র পরিবর্তনের পর বরিশাল সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল শুরু হয়েছে। বিগত মেয়রের মনোনয়ন দেয়া ৩ উপদেষ্টা আইনজীবীকে অব্যাহতি দিয়ে বিএনপিপন্থি নতুন ৩ আইনজীবীকে করপোরেশনের উপদেষ্টা আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। একইভাবে বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় চাকরি পাওয়া একাধিক কর্মকর্তা-কর্মচারী রদবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। বিসিসি সূত্রে জানা গেছে, করপোরেশনের নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টা আইনজীবীরা হচ্ছেন অ্যাডভোকেট আলী আহম্মেদ, অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু ও অ্যাডভোকেট মুহাম্মদ তছলিম। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী নিখিল চন্দ্র দাস গতকাল সাবেক তিন উপদেষ্টা আইনজীবীকে অব্যাহতি দিয়ে নতুন তিনজনকে নিয়োগ দিয়েছেন। অব্যাহতি পাওয়া আইনজীবীরা হচ্ছেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবাগান, অ্যাডভোকেট বাহাদুর শাহ ও অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ। সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরণ এ তিন আইনজীবীকে করপোরেশনের উপদেষ্টা আইনজীবী পদে নিয়োগ দিয়েছিলেন। তিন আইনজীবীকে দেয়া অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবাগান গত ১২ই মে এবং অ্যাডভোকেট বাহাদুর শাহ ও অ্যাডভোকেট ফিরোজ মাহমুদ গত ৯ই জুলাই স্বেচ্ছায় পদত্যাগপত্র দেয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে। এদিকে বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় চাকরি পাওয়া শতাধিক কর্মকর্তা-কর্মচারী রদবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। এদের মধ্যে কেউ কেউ আবার আগেভাগেই অফিসে আসা বন্ধ করে দিয়েছেন।
অনেকে রয়েছে চরম আতঙ্কে। কেউ কেউ আবার আওয়ামী লীগের খোলস বদলে বিএনপি সমর্থিত মেয়রের আস্থাভাজন হতে নতুন রূপ ধারণ করেছে। এ ব্যাপারে প্রধান নির্বাহী নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, আইন মেনেই উপদেষ্টাদের রদবদল করা হচ্ছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের রতবদল হবে কি না এ প্রশ্নে তিনি কোন জবাব দেননি।