মার্চ ফর ডেমোক্রেসি চলবে : খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এ সরকার অবৈধ ও অগণতান্ত্রিক। কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন আগামীকালও মার্চ ফর ডেমোক্রেসি চলবে।
পুলিশি বেষ্টনী উপেক্ষা করে জাতীয় পতাকা হাতে নিয়ে গুলশানের তার বাস ভবনের প্রধান ফটকে এসে এসব কথা বলেন খালেদা জিয়া।
মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে সরকারের বাধা দেয়ার তীব্র সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, পুলিশ দিয়ে, গুন্ডা লেলিয়ে আমাদের কর্মসূচি বানচাল করতে চায় সরকার। কিন্তু সরকারের সেই হীন চেষ্টা সফল হবে না, আমাদের আন্দোলন চলবে।
তিনি বলেন, বিডিআরের ঘটনায় নিহত অফিসারদের পরিবারের কান্না, নিহত আলেম ও এতিমদের কান্না, অসহায়দের কান্না বৃথা যাবে না। আপনাদের এ জন্য কাঁদতে হবে।
বিএনপি চেয়ারপারসন বলেন, আমরা দেশ ও দেশের মানুষ বাঁচাতে আন্দোলন করছি আর আপনারা ঘরে ঢুকে মানুষকে গুলি করে হত্যা করছেন। মনে রাখবেন আজ যারা অত্যাচার নির্যাতন করছেন তাদের পরিবারের সদস্যদেরও কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে যাবে।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, গণতন্ত্র সার্বভৌমত্ব ও দেশ রক্ষা করবেন, না গোলামি করবেন? খালেদা জিয়া বলেন, কোনো অন্যায় নির্দেশ তামিল করবেন না। চাকরি করেন ভালো কথা কিন্তু জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। তা নাহলে এর জন্য একদিন জবাবদিহী করতে হবে।
তিনি শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বলেন, আজ আমার বাড়ির সামনে এত ফোর্স এত প্রতিবন্ধকতা, এই ফোর্স তখন কোথায় ছিল, যখন ৫৭ জন সেনা কর্মকর্তাকে জীবন দিতে হলো। তখন কেন তাদের রক্ষায় এই ফোর্স পাঠালেন না।
খালেদা জিয়া বলেন, পৃথিবীর কোনো স্বৈরসরকারই টিকে থাকতে পারেনি। এই সরকারও আজীবন র্যাব-পুলিশের ওপর ভর করে টিকে থাকতে পারবে না। এ সরকারের পতন হবেই।
তিনি বলেন, সাহস থাকলে এসব বাদ দিয়ে জনগণকে নিয়ে এরকম একটি পাল্টা কর্মসূচি দিতেন। তখন দেখা যেতো- কেমন পারেন। আওয়ামী লীগের কোনো জনসম্পৃক্ততা নেই উল্লেখ করে তিনি বলেন, ডিসি, এসপি দিয়ে তাদের সমাবেশে লোক জড়ো করতে হয়।
খালেদা জিয়া পুলিশ সদস্যদের ধাক্কা ধাক্কি না করার আহবান জানিয়ে তিনি বলেন, ধাক্কা ধাক্কি করবেন না, বেয়াদবি করবেন না। আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলন করছি।
এসময় আজকের মার্চ ফর ডেমোক্রেসিতে অংশ নিতে গিয়ে যারা হতাহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান বেগম খালেদা জিয়া।