আল আজহার বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে নিহত ১

Egyptমিশরের রাজধানী কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে মুসলিম ব্রাদারহুড সমর্থকদের সংঘর্ষে এক ছাত্র নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে আরো অনেকে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
শনিবারের এ সংঘর্ষে নিহত ছাত্র খালেদ আল-হাদ্দাদ মুসলিম ব্রাদারহুডের সমর্থক ছিল বলে জানিয়েছে এক কর্মী।সরকার এ সপ্তাহে ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর থেকে প্রায় প্রতিদিনই পুলিশের সঙ্গে দলটির সমর্থকদের সংঘর্ষ হচ্ছে।
রাষ্ট্রপরিচালিত পত্রিকা আল-আহরাম বলেছে, নিরাপত্তা বাহিনী টিয়ারগ্যাস ছুড়ে ব্রাদারহুডপন্থি ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। বিক্ষোভকারীরাও পুলিশের দিকে পাল্টা পাথর ছুড়ে মারে। এ সংঘর্ষে এক ছাত্র নিহত এবং ৫ জন আহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায় আল আহরাম পত্রিকা।
পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোল বোমা ও অন্যান্য অস্ত্র বহনের দায়ে ১০১ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এর আগে গত শুক্রবার কায়রোয় পুলিশের সঙ্গে মুসলিম ব্রাদারহুড কর্মীদের সংঘর্ষে তিন জন নিহত হয়।
গণআন্দোলনের মুখে গত জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে সেনাবাহিনী। এরপর থেকে তার মুক্তি ও তাকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে আন্দোলন করে আসছে মুরসির দল মুসলিম ব্রাদারহুড।
গত সেপ্টেম্বরে দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। সম্প্রতি নিলে ডেল্টায় পুলিশ সদরদপ্তরে এক আত্মঘাতী বোমা হামলার পর ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button