গ্রেটার সিলেট কাউন্সিলের বিজয় দিবস উদযাপন
বাংলাদেশের স্বাধীনতার ৪২তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে ‘মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা, বিজয়ের প্রত্যাশা’ শীর্ষক এক প্রাণবন্ত আলোচনা সভায় প্রবাসী মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে সকল পক্ষকে সহিংসতা ও হানাহানি বন্ধ করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক শান্তির জনপদে পরিনত করতে সকলের প্রতি আহবান জানান। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সকল নেতৃবৃন্দসহ সিলেটের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন। এসময় বক্তারা বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
গত ১৭ই ডিসেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএসসির নব নির্বাচিত কেন্দ্রীয় চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব। জেনারেল সেক্রেটারী সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর ও টিভি সংবাদ পাঠিকা এবং জিএসসির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. জাকি রেজোয়ানা আনোয়ার এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার গিয়াস উদ্দিন আহমদ, জিএসসি পেট্রন ড. হাসনাত এম হোসেন এমবিই, কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাপ্তাহিক ইউরো বাংলা পত্রিকার চেয়ারম্যান মিয়া মনিরুল আলম, মুক্তিযোদ্ধা আবুল কাসেম খান, এম এ মান্নান, বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও জিএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক ট্রেজারার মাহিদুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জিএসসির উপদেষ্টা মো: জালাল উদ্দিন, জিএসসি‘র সাবেক চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাবেক জেনারেল সেক্রেটারী মির্জা আসহাব বেগ, জিএসসির উপদেষ্টা ও রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী, কাউন্সিলার শফিকুল হক, কাউন্সিলার গোলাম রাব্বানী, কাউন্সিলার আমিনুর রহমান খাঁন, জিএসসি কেন্দ্রীয় কমিটির সদস্য ড. রোয়াব উদ্দিন, ব্যারিস্টার মাসুদ আহমদ চৌধুরী, বিবিসিসির ডিরেক্টার সাইদুর রহমান রেনু, জিএসসি সাউথ ইষ্ট রিজিওনের প্রেসিডেন্ট মো: ইসবাহ উদ্দিন, জেনারেল সেক্রেটারী ড. এম মুজিবুর রহমান, জিএসসি কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ আজিজ, সাউথ ওয়েষ্ট রিজিওনের প্রেসিডেন্ট শেখ শাহজাহান আহমেদ তরফদার, ইষ্ট লন্ডন শাখার প্রেসিডেন্ট এম এ গফুর, সেক্রেটারী আব্দুল মালিক কুটি, ট্রেজারার আব্দুন নূর চৌধুরী, এসেক্স শাখার প্রেসিডেন্ট ফয়জুর রহমান, সেক্রেটারী ফজলুল করিম চৌধুরী, বেডফোড শাখার প্রেসিডেন্ট আলহাজ্ব তৌফিক আলী মিনার, ট্রেজারার আমির মোহাম্মদ শাহজাহান, মিডলসেক্স শাখার প্রেসিডেন্ট মিরন মিয়া, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, সাউথ ইষ্ট রিজিওনের সহ সভাপতি আবুল কালাম, ট্রেজারার মির্জা আফছর বেগ, কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, মাওলানা রফিক আহমদ রফিক, হারুনুর রশিদ, ফারুক মিয়া, আকলাকুর রহমান, আব্দুল বাছিত রফি, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, শিক্ষক আব্দুল বাছিত কামরান, টিভি উপস্থাপিকা সৈয়দা লাভলি চৌধুরী, সৈয়দ এম করিম, আলহাজ্ব শেখ আব্দুল হান্নান তালুকদার, বিশ্বনাথ এডুকেশন ট্রাষ্টের সভাপতি এ কে এম সেলিম, সহ সভাপতি মতছির খাঁন, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিছবাহ উদ্দিন, জেএমজি এয়ারকার্গোর সত্ত্বাধিকারী মনির আহমদ, আইনজীবি ব্যারিস্টার নজির আহমদ, সাপ্তাহিক ইউরো বাংলার সাবেক সম্পাদক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, একাউনটেন্ট আবু তাহের, কমিউনিটি সংগঠক মুজিবুর রহমান মুজিব, আব্দুল ওয়াহিদ, মজির উদ্দিন, সৈয়দ সিহাব উদ্দিন, তরুন সংগঠক আব্দুর রহিম রঞ্জু, আব্দুস ছোবহান, আকলুছ মিয়া, রায়হান মোস্তফা, শাকিল চৌধুরী, তৈয়বুর রহমান, আব্দুস সালাম, কুমকুম ল এসোসিয়েটস এর ডিরেক্টর মিস কুমকুম বেগম প্রমুখ।
এদিকে সভা চলা কালিন সময়ে গ্রেটার সিলেট কাউন্সিলের নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সভায় অংশনেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুছ, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ।
সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এবং আলোচনা সভার শেষে জিএসসি নর্থ ইষ্ট রিজিওনের কার্যকরি কমিটির সদস্য সাংবাদিক শাহান চৌধুরী পরিচালনায় বিজয়ের গান নিয়ে এক মনোমুগদ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে গান পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় শিল্পী হাসি রানী, অমিত ও শিশু শিল্পী প্রপা।
সভায় সর্ব সম্মতিক্রমে নি¤œলিখিত সিদ্ধান্ত সমূহ গৃহিত হয়। ১. মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানকে রাষ্ট্রীয় ভাবে যথাযথ সম্মান প্রদর্শন ও তাঁর জন্ম এবং মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের আহবান জানায়। ২. মহান মুক্তিযুদ্ধের উপপ্রধান জেনারেল আব্দুর রবকে রাষ্ট্রীয় ভাবে যথাযথ সম্মান প্রদর্শন ও মূল্যায়নের আহবান জানায়। ৩. মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়া পাড়া ও শেরপুরে স্মৃতি সৌদ নির্মানের দাবী জানায়। ৪. বাংলাদেশের রাজনৈতিক হানাহানীতে গভীর উদ্বেগ প্রকাশ করে, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবী জানায়।