গাড়ি নেই, রাস্তায়ই মারা গেলেন অসুস্থ মাবিয়া

হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর স্থানীয় চিকিৎসকরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছিলেন মাবিয়ার স্বজনদের। কিন্তু ৬০ বছর বয়সী মাবিয়াকে হাসপাতালে নেয়ার মতো কোন যানবাহন পাননি তারা। রিকসা আর ভ্যানে করে হাসপাতালে নেয়ার পথে কয়েক দফা তল্লাশিও হয়। তবে তাকে নিয়ে আর হাসপাতালে পৌঁছানো যায়নি। তার আগে ভ্যানেই মারা যান মাবিয়া। রোববার সকালে ঘটে এ ঘটনা। আমিনবাজার ও গাবতলী এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের কড়া পাহারার কারণে ওই রাস্তা দিয়ে কোন ধরনের যানবাহন প্রবেশ করতে পারছে না। চলছে না কোন গণপরিবহন। মাবিয়ার ছেলে মোহাম্মদ আলী জানান, দারুস সালাম থানার কাউন্দিয়া গ্রামে তাদের বাড়ি। এটি তুরাগ নদীর ওপারে অবস্থিত। ওই এলাকায় থেকে ঢাকায় আসতে সিএনজি অটোরিকসা বা এম্বুলেন্স পাওয়া যায়নি। তাই রিকসা এবং ভ্যানে করে মাবিয়াকে হাসপাতালে নেয়া হচ্ছিল। পথেই তার মায়ের মৃত্যু হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত্যু নিশ্চিত করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button