সুপ্রিমকোর্টে আবারো আওয়ামী ক্যাডারদের হামলা

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবিদের ওপর হামলা চালিয়েছে আওয়ামীক্যাডাররা। সোমবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, রবিবার সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবিদের ওপর আওয়ামী ক্যাডারদের হামলার প্রতিবাদে আজ কোর্ট প্রাঙ্গনে মিছিল বের করে আইনজীবিরা। এসময় কোর্টের বাইরে থেকে আওয়ামী যুব মহিলালীগের নেতা-কর্মীরা তাদের মিছিলে হামলা চালায়।
বেলা ১২ টার দিকে দেশীয় লাঠি হাতে যুবলীগ ও যুব মহিলা লীগের কর্মীরা যোগ দেয় হামলায়। তারা সুপ্রিম কোর্টের প্রধান ফটক ভেঙ্গে হামলা চালাবার চেষ্টা করছে। এর আগে ১১ টা ৫০ মিনিটের দিকে যুব মহিলা লীগের কর্মীরা হামলা চালানোর জন্য সুপ্রিম কোর্টের ভিতর ঢোকে পড়ে। তারা বিএনপিপন্থী আইনজীবিদের ধাওয়া করে। এক পক্ষ অপর পক্ষের ওপর ইট-পাটকেল নিয়ে হামলা চালায়। এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে ৩০-৩৫ মিনিট পর্যন্ত। দু’পক্ষের সংঘর্ষে পুরো আদালত এলাকা রণক্ষেত্রে রুপ নেয়।
এদিকে পুলিশ প্রধান ফটকে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পুলিশ কর্মকর্তা শিবলী নোমান জানান, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। কোন ধরনের সংঘর্ষ যাতে না হয় সে পদক্ষেপ নেওয়া হবে।
আদালতের ভিতরে আওয়ামীলীগ নেত্রী অপু উকিলের নেতৃত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ‘বিএনপির সমাবেশ ঢাকাতে হবেনা’ বলে শ্লোগান দিতে দেখা যায়। এর আগে সকালে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবিরা গতকালের হামলা ও মার্চ ফর ডেমোক্রেসিতে যোগ দেবার উদ্দেশ্যে মিছিল সহকারে কোর্টের প্রধান ফটকে আসামত্রই পুলিশ তাদের গেটে আটকে দেয়। এসময় তারা গেটের ব্যারিকেড পেরিয়ে বাইরে আসার চেষ্টা করে। এবং নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ও পদত্যাগের দাবিতে শ্লোগান দিতে দেখা যাায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আদালতের বাইরে যুবলীগ ও যুব মহিলা আওয়ামীলীগের কর্মীরা সুপ্রিমকোর্টের প্রধান ফটক, ফোয়ার চত্বর এর পাশে অবস্থান নিয়ে সরকারের পক্ষে শ্লোগান দিচ্ছে। আদালতের ভিতরে অবস্থানরত যুব মহিলা লীগ কর্মী ও আওয়ামী আইনজীবিরা শ্লোগান সহকারে থেমে থেমে মিছিল দিচ্ছে। অপরদিকে, বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবিরা আদালতের আইনজীবি সমিতির ভিতরে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button