সৌদি বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের সাক্ষাত

Abdullahফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ রোববার সৌদি রাজা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাত করেন। বৈঠকে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিশেষ করে সিরিয়া পরিস্থিতি এবং ইরানের পরমাণু বিষয়ে মতবিনিময় করেছেন। এদিকে, সৌদি কর্মকর্তারা ফ্রান্সের কাছ থেকে আরো অস্ত্র কেনার বিনিময়ে তেহরান ও দামেস্কের ওপর চাপ সৃষ্টির জন্য প্যারিসকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছেন।
এদিকে লেবাননের আল মিয়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদে এসএনসি’র প্রধান আহমেদ জারবার সঙ্গে সাক্ষাতে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের সমর্থন দেয়ার পাশাপাশি তাদেরকে আরো সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন।
সৌদি আরব সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উতখাত করার জন্য দীর্ঘদিন ধরে যে চেষ্টা চালিয়ে আসছে তার জন্য ফ্রান্সের সহযোগিতা খুবই জরুরী। রিয়াদ চায় জাতীয় শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক পর্যায়ে যে চেষ্টা চলছে প্যারিস যেন তাতে বাধা দেয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button