রাজশিশুর নাম জর্জ আলেকজান্ডার লুই
বৃটিশ রাজ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী রাজপুত্রের নাম রাখা হয়েছে জর্জ আলেকজান্ডার লুই। বুধবার বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) জানায়, উইলিয়াম ও কেট মিডলটন তাদের প্রথম সন্তানের এই নাম রেখেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কেনসিংটন প্যালেস থেকে এক বিবৃতির মাধ্যমে এই নাম ঘোষণা করা হয়।
লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে সোমবার জন্ম নেয় রাজপুত্র। তাকে নিয়ে মঙ্গলবার হাসপাতাল থেকে প্রাসাদে ফেরেন বৃটিশ রাজবধূ কেট মিডলটন।
ওই হাসপাতালেই ১৯৮২ সালে জন্ম হয় চার্লস-ডায়নার প্রথম সন্তান উইলিয়াম ও দ্বিতীয় সন্তান হ্যারির।
বুধবার উইলিয়াম ও কেট তাদের যুবরাজকে নিয়ে নানা বাড়িও ঘুরে আসেন। এর পরপরই নাম রাখা হয় তার।
রাজপুত্রের নাম রাখার বিষয়ে ঐতিহ্যবাহী রীতি রয়েছে। সেই রীতি অনুযায়ীই রাখা হয়েছে নাম। এর আগে ছয়জন ব্রিটিশ রাজার নাম জর্জ রাখা হয়েছিল।
পূর্বপুরুষদের নাম নিজের নামে ধারণ করা হচ্ছে রীতি। কমপক্ষে তিন চার শব্দের নাম লাগবে। উইলিয়ামের পুরো নাম উইলিয়াম আর্থার ফিলিপ লুইস। চার্লসের নাম চার্লস ফিলিপ আর্থার জর্জ। রাণীর নাম এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি।
সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী উইলিয়াম ডিউক অব কেমব্রিজ পদবি নিয়ে আছেন। ফলে জর্জ নাম হলেও শিশুটি প্রিন্স অব কেমব্রিজ হিসেবে পরিচিত হবেন।
২০১১ সালের এপ্রিলে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবিতে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে উইলিয়াম-কেটের বিয়ে হয়।