বিএনপি নেতা মেজর হাফিজ ২ দিনের রিমান্ডে
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুর সোয়া ১ টায় ঢাকা মহানগর হাকিম হারুন অর রশিদ এ আদেশ দেন। একই সঙ্গে হাফিজের জামিন আবেদন খারিজ করে দেয়া হয়।
দুপুরে রাজধানীর শাহবাগে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে মেজর হাফিজকে নিম্ন আদালতে হাজির করা হয়। এ সময় তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আলী হোসেন। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশন ও মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান জাস্ট নিউজকে শাহবাগে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার দেখানোর বিষয়াটি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় মেজর (অব.) হাফিজ উদ্দীন ১৮ দলীয় জোটের পক্ষ থেকে নৌপথ, রেলপথ ও সড়ক পথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণা করে বের হয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশ।