খালেদা- গিবসন বৈঠক অনুষ্ঠিত
বিরোধী নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে সোমবার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। দীর্ঘ সোয়া এক ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে যান তিনি। তবে এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। এর আগে বিকাল সাড়ে পাঁচটায় গিবসন খালেদা জিয়ার বাসায় আসেন এবং সন্ধ্যা পৌনে ৬টায় বেরিয়ে যান। এর আগে সেখানে যান বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
এর আগে দ্বিতীয় দিনেও মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেয়ার জন্য নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে খালেদা জিয়া গাড়িতে উঠেন। কিন্তু পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার বাধার কারণে তিনি বাসার গেটের বাইরে বের হতে পারেননি।
এর পর পাঁচটার কিছুক্ষণ আগে বিএনপির উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ চেয়ারপারসনের বাড়িতে ঢোকেন। তার কিছুক্ষণ পর সেখানে বিৃটিশ হাইকমিশনার আসলে খালেদা জিয়ার বাড়ির পূর্বদিকে থাকা বালুভর্তি দুটি ট্রাক কিছুটা সরিয়ে গাড়ি যাওয়ার জায়গা করে দেয়া হয়।