বিবিসির সার্ভারে হ্যাকারদের হানা
ব্রিটেনের সব চেয়ে অভিজাত সংবাদমাধ্যম বিবিসির সার্ভারে হানা দিয়েছে হ্যাকাররা। এছাড়া সার্ভারটি অন্য হ্যাকারদের কাছে বিক্রির চেষ্টাও করা হয়েছিল।
রোববার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২৫ ডিসেম্বর ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের একটি সার্ভার হ্যাক করে রাশিয়ার এক হ্যাকার। ওই সার্ভারে অন্য হ্যাকারদের ‘অ্যাক্সেস’-এর জন্য টাকাও দাবি করে ‘হ্যাশ’ নামে ওই হ্যাকার।
সাইবার হানার উপর নজরদারি চালানো একটি সংস্থা প্রথম বিষয়টি জানতে পারে। বিবিসি কর্তৃপক্ষকে হ্যাকিংয়ের বিষয় জানায় তারা। যদিও এবিষয়ে মুখ খুলতে চায়নি বিবিসি।
তাদের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তার কারণে হ্যাকিং নিয়ে কোনও মন্তব্য করা হবে না। তবে হোল্ড সিকিউরিটি এলএলসি নামে নজরদারি চালান সংস্থা জানিয়েছে, শনিবারই সার্ভারটিকে হ্যাকার মুক্ত করে বিবিসি। হ্যাকার ‘হ্যাশ’ সার্ভার আদৌ কাউকে বিক্রি করার চেষ্টা করেছিল কি না, সে বিষয়ে অবশ্য কিছু জানাতে পারেনি ওই সংস্থা।