১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ
আগামী ১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌ-পথ অবরোধ ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮দল। সোমবার রাত সোয়া ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড: খন্দকার মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া আগামীকাল ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা-উপজেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়।
খন্দকার মাহবুব বলেন, খালেদা জিয়া ভোটের অধিকার রক্ষার জন্য ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি দিয়েছেন। তিনি লগি- বৈঠা নিয়ে ঢাকায় আসতে বলেন নি। কিন্তু গণতন্ত্রের লেবাজধারী এই সরকার কাউকে ঢাকায় ভিড়তে দিচ্ছে না। পথে পথে হয়রানি করছে। মানুষকে ঢাকায় কারাবন্দি করে রাখা হয়েছে। ৩১ ডিসেম্বরের বিক্ষোভ কর্মসূচিকে সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান।
তিনি আ’ লীগকে উদ্দেশ্য করে বলেন, সরকার মুক্তিযুদ্ধের কথা বলেন। কিন্তু তারা রোববার মুক্তিযোদ্ধা মেজর (অব:) হাফিজ উদ্দিন ও সোমবার আরেক মুক্তিযোদ্ধা ও চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরীকে গ্রেফতার করে স্বৈরাচারি আচরণ করেছে।
খন্দকার মাহবুব অবরোধে বাধা দেওয়া হলে পরিণাম ভালো হবে না বলে সরকারকে হুঁশিয়ার করে দেন।