ইংরেজি নববর্ষে দেশবাসীর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ইংরেজি নববর্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার দেওয়া বাণীতে আশা প্রকাশ করে বলেন, ইংরেজি নববর্ষ ২০১৪ আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে অগ্রগতি ও সমৃদ্ধি বয়ে আনুক।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, পুরনো বছরের ব্যর্থতা ও গ্লানিকে পেছনে ফেলে নব উদ্যমে আমরা সোনালি ভবিষ্যতের দিকে এগিয়ে যাব- এ হোক আমাদের অঙ্গীকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ ‘সোনার বাংলা’ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, সংবিধান ও গণতান্ত্রিক ধারা রক্ষা এবং জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার ক্ষেত্রে ২০১৩ সাল বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল বছর।