শান্তিপূর্ণ নির্বাচনে আশাবাদী সিইসি
বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দশম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার গ্যারন্টি না দিতে পারলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, চলমান সহিংস পরিস্থিতির উন্নতি হবে এবং আমরা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারব। তিনি বলেন, বিরোধীদলের অবরোধে প্রভাব নির্বাচনে পড়বে না।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি বলেন, আমরা ইতোমধ্যে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেন, হরতাল অবরোধে সহিংসতাকারীরা কোনো রাজনৈতিক দলের কর্মী না, তারা দুষ্কৃতিকারী।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। পরিস্থিতি উন্নয়নে তারা কাজ করছেন।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারনায় আচরণবিধি লঙ্গন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রধানমন্ত্রী দুই ধরনের কর্মসূচিতে অংশ নেন। একটি হচ্ছে নির্বাচনী আর অপরটি হচ্ছে সরকারি কর্মসূচি। সরকারি কর্মসূচিতে নির্বাচনী প্রচারণা চলানোর সুযোগ নেই।
তিনি বলেন, নির্বাচন না হওয়ার কোনো সংশয় নেই। সন্ত্রাসীরা যে অস্ত্র ব্যবহার করছে তা বৈধ নয়। এগুলো অবৈধ অস্ত্র। এ অস্ত্র উদ্ধারে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।