খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির ২য় মামলাও খারিজ
গোপালগঞ্জের নাম বদলে দেয়া সংক্রান্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আদালত গতকালও আরেকটি মানহানি মামলা খারিজ করেন।
বুধবার বেলা আড়াইটার দিকে বিচারক এ আদেশ দেন। এর আগে বুধবার সকাল ১০টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে দ-বিধির ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজিবুর রহমান মোল্লা। দুপুর ১২টায় শুনানি অনুষ্ঠিত হয়।
মামলায় বাদীর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি শেখ হেমায়েত হোসেন।
এর আগে বাদীর বক্তব্য গ্রহণ করেন আদালত। মামলা দায়েরের দিন আসামি পক্ষের কোনো বক্তব্য দেয়ার সুযোগ না থাকলেও বাদী পক্ষের শুনানির শেষ হওয়ার পর খালেদা জিয়ার পক্ষে এডভোকেট সানাউল্লাহ মিয়া, এডভোকেট খোরশেদ মিয়া আলম, এডভোকেট খোরশেদ আলম, এডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ শুনানিতে অংশ নেন।
এর পর বিচারক পরে আদেশ দেবেন বলে এজলাস থেকে নেমে যান। পরে বেলা ২টা ২০ মিনিটের দিকে বিচারক মামলাটি খারিজ করে দেন।
এর আগে মঙ্গলবার একই আদালতে একই অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী একটি মানহানি মামলা দায়ের করেন। পরে শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন আদালত।