পরমাণু স্থাপনার তালিকা হস্তান্তর করল ভারত ও পাকিস্তান
ভারত ও পাকিস্তান বুধবার একে অপরের কাছে নিজেদের পরমাণু স্থাপনাগুলোর তালিকা হস্তান্তর করেছে। দ্বিপক্ষীয় এক চুক্তির আওতায় বছরের প্রথম দিন এ তালিকা হস্তান্তর করে দু’দেশ। কোনো কারণে যুদ্ধ বেধে গেলে একদেশ যাতে অন্য দেশের পরমাণু স্থাপনায় হামলা না চালায় সেলক্ষ্যে এ ব্যবস্থা নিয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ।