৬ষ্ঠ দফা অবরোধ শুরু, চলবে অনির্দিষ্টকাল

Oborudআগামী ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন বাতিল এবং ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে অনির্দিষ্টকালের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। ২০১৪ সালের প্রথম দিন বুধবার ভোর ৬টা থেকে সারাদেশে এই অবরোধ কর্মসূচি শুরু হয়।
অবরোধ চলাকালে রাজধানীতে কিছু যান চলাচল করলেও দেশের অন্যত্র তা বন্ধ রয়েছে। ভোর থেকে ঢাকা থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এসময় কোন বাস ঢাকায় প্রবেশ করতেও দেখা যায়নি। যে কোন ধরনের অরাজকতা ও নাশকতা ঠেকাতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্দলীয় সরকারের দাবিতে হরতালসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়া ১৮ দল নির্বাচনের তফসিল ঘোষণার পর অবরোধের ডাক দেয়। পাঁচ দফা অবরোধে শতাধিক মানুষ নিহত হয়। এরপর গত ২৪ ডিসেম্বর  বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া নির্বাচন প্রতিরোধের আহ্বান জানিয়ে ২৯ ডিসেম্বর ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেন।
তবে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থকদের বাধায় বিএনপি চেয়ারপারসন এই কর্মসূচির জন্য বাসভবন থেকে বের হতে পারেননি। এছাড়া পুলিশের ব্যাপক ততপরতায় রাজপথে নামতে পারেনি নেতাকর্মীরাও।
গত সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে বিরোধী জোটের পক্ষে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে ঘোষিত তফসিল বাতিল করে প্রহসনের নির্বাচন স্থগিতের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে ৫ দফা অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দলীয় জোট। এটি ষষ্ঠ দফার অবরোধ কর্মসূচি।
গতকাল এক বিবৃতিতে অবরোধ পালনের জন্য দেশবাসীর প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানালেও তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এজন্য তিনি নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button