বিটিভিতে এরশাদের নির্বচনী ভাষণ !

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এ ভাষণ বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।ইতোমধ্যে ইসির কাছে এ বিষয়ে ৪৫ মিনিট সময় চেয়ে অনুরোধও জানিয়েছেন তিনি। এমনটাই দাবি নির্বাচন কমিশনের। দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের দলীয় প্রধানরা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
তবে দলীয় প্রধানরা কবে কখন এ ভাষণ দেবেন তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে ১ থেকে ৩ জানুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে তা সম্প্রচার হতে পারে বলে ইসির একটি সূত্র জানায়।
এদিকে ৫ জানুয়ারি ভোটের আগে আগামী শনিবার ৩ জানুয়ারি মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। নির্বাচনী প্রচারণার সময় শেষ হওয়ার আগেই ভাষণ দেবেন নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানরা।
শিগগিরই নির্বাচন কমিশন ও তথ্য মন্ত্রণালয় ভাষণ প্রচারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও সূত্রটি জানায়।
দলীয় প্রধানদের ভাষণ প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে  অংশগ্রহণকারী দলীয় প্রধানরা বিটিভির মাধ্যমে ভাষণ দেবেন। তবে কবে দেবেন, কতোক্ষণ ধরে ভাষণ দেবেন তা অতীতের ধারাবাহিকতার আলোকে নির্ধারিত হতে পারে।
ইসি’র দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনে ১২টি দল অংশ নিচ্ছে। এতে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন ২৪৬ জন। জাতীয় পার্টির ৮৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ২৪ জন, জাতীয় পার্টির (জেপি)২৮ জন, গণতন্ত্রী পার্টির ১ জন, গণফ্রন্টের ১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ২ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৩ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ৬ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) ২২ জন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির ১৮ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০৩ জন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button