জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা
‘শান্তির জন্য পরিবর্তন’ স্লোগানকে সামনে রেখে একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলন করে এই ইশতেহার ঘোষণা করা হয়। দলের পক্ষে ইশতেহার পাঠ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।
ইশতেহার পাঠকালে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ৯ বছরের সরকার পরিচালনার অভিজ্ঞতার আলোকে কিছু দফা নির্ধারণ করা হয়েছে ইশতেহারে। এগুলো বাস্তবায়নের জন্য জাতীয় পার্টি জনগণের ম্যান্ডেট চায়।
তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশের ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখবে, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অবিচল রাখার জন্য সংবিধান সংশোধন করা হবে।
তিনি বলেন, দেশকে আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত করাসহ দেশের সকল স্বীকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জিমদের সম্মানী ও ভাতা দেয়া হবে।