আতশবাজি প্রদর্শনীতে রেকর্ড দুবাইয়ের
ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে আতশবাজি প্রদর্শনীতে বিশ্ব রেকর্ড করলো দুবাই। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। দেশটির উপকূলে ৯৪ কিলোমিটারব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নতুন বছর ২০১৪ সালকে বরণ করতে ছয় মিনিট ব্যাপী আতশবাজি প্রদর্শনীতে পাঁচ লাখ লোক অংশ নেয়। গত ১০ মাস ধরে এর পরিকল্পনা করা হয়। ২০১১ সালে এই রেকর্ড করেছিল কুয়েত। কিন্তু এবার প্রথম মিনিটেই অনেক আতশবাজির প্রদর্শনী করা হয় যা আগের রেকর্ড সহজেই ভঙ্গ করে। কুয়েতে এক ঘণ্টাব্যাপী প্রদর্শনীতে ৭৭ হাজারের বেশি আতশবাজির সমাগম ঘটে। প্রধান প্রদর্শনীর আয়োজন করা হয় বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা এবং অভিজাত হোটেল আটলান্টায়। এই আয়োজনের পরিকল্পনা করে একটি মার্কিন কোম্পানি। একশ কম্পিউটার, দুইশ প্রকৌশলী এবং ছয় মিলিয়ন মার্কিন ডলার অর্থ প্রয়োজন হয় এই প্রদর্শনীতে।-এনডিটিভি