নারী স্বাধীনতা !
গত ২৯ ডিসেম্বর রোববার পুলিশের সহযোগিতায় সুপ্রিমকোর্টের অভ্যন্তরে ঢুকে বিএনপি সমর্থক আইনজীবীদের ওপর বর্বর হামলা চালায় সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা। টিভি পর্দায় এ নির্মম দৃশ্য সবাই দেখেছে। এ সময় দুই নারী আইনজীবীকে তারা নির্মমভাবে পিটিয়ে আহত করে। এদের একজন সিমকি ইমাম খান ও অন্যজন রেহানা আক্তার। এছাড়া আরও অন্তত ২০ জন আহত হন। এই গণতান্ত্রিক দেশে নারী নির্যাতনের এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় চলছে। সবার মুখে একই কথা—এটা কি গণতন্ত্রের নমুনা? এর নাম কি নারী স্বাধীনতা?
রোববার দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিমকোর্টের অভ্যন্তরে দুই নারী নির্যাতনের বর্বর দৃশ্য গুরুত্বসহকারে প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস। ছবিতে নিপীড়িত-নির্যাতিত যে নারীকে দেখা যাচ্ছে তিনি হলেন সিনিয়র আইনজীবী সিমকি ইমাম খান ও রেহানা আক্তার। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন সব শ্রেণী-পেশার মানুষ। নতুন বছর আমরা এরকম নির্মম বর্বরোচিত দৃশ্য আর দেখতে চাই না।