গফরগাঁও আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন একমাত্র প্রতিদ্বন্দ্বি

দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম খান।
আজ নিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, নির্বাচন শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী দশম জাতীয় সংসদ অল্পদিনের মধ্যে ভেঙে দিয়ে সমঝোতার ভিত্তিতে ১১তম সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগাম আভাস দিয়ে নির্বাচনকে গুরুত্বহীন করে ফেলেছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে আওয়ামী লীগ নেতা এইচ টি ইমামের নির্বাচনকালে সরকার সার্বিক নিরাপত্তা দিতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করায় ভোটাররা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সর্বোপরি সরকারদলীয় প্রার্থীর নির্বাচনী বিধিমালা ধারাবাহিকভাবে লঙ্ঘণের বিষয়ে নির্বাচন কমিশিনের উদাসীনতাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সহায়ক নয়। এমতাবস্থায় নির্বাচনের তফসিল পরিবর্তন করা না হলে দশম সংসদ নির্বাচনে অংশগ্রহণ অর্থহীন বলে মনে করি বিধায় ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের প্রার্থীতা থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা করছি।
উল্লেখ্য, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আওয়ামী লীগ প্রার্থী ফাহমি গোলন্দাজের একমাত্র প্রতিদ্বন্দ্বি ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম খান। তার প্রতীক ছিল ‘রিকশা’। তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় সরকার দলীয় আরো একজন প্রার্থী ফাঁকা মাঠে গোল দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button