শেয়ারবাজারে ২০১৩ সালে তালিকাভুক্ত হয়েছে ১৬ কোম্পানি

শেয়ারবাজারে ২০১৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে ১৬টি কোম্পানি। এসব প্রতিষ্ঠান ইনিশিয়াল পাবলিক অফারের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১ হাজার ১৫৩ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে। তবে এ পরিমাণ টাকার মধ্যে প্রিমিয়াম রয়েছে ৬৩৪ কোটি ৫০ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী ২০১৩ সালে ১৪টি কোম্পানি ও ২টি মিউচ্যুয়াল ফান্ড অভিহিত মূল্যের সাথে প্রিমিয়ামসহ ১ হাজার ১৫৩ কোটি ৫০ লাখ টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহ করেছে। এসব কোম্পানি হলো- অ্যাপোলো ইস্পাত, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ফ্যামিলিটেক্স বিডি, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, ওরিয়ন ফার্মা, গ্লোবাল হেবি কেমিক্যালস, গোল্ডেন হারভেস্ট এগ্রো, প্রিমিয়ার সিমেন্ট, আরগন ডেনিমস, সামিট পূর্বাঞ্চল পাওয়ার এবং সানলাইফ ইন্স্যুরেন্স।
এসব কোম্পানির মধ্যে অ্যাপোলো ইস্পাত ১০ কোটি শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১২ টাকা প্রিমিয়ামসহ ২২০ কোটি টাকা, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ৩ কোটি শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৮ টাকা প্রিমিয়ামসহ ৮৪ কোটি টাকা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ কোটি ইউনিট ছেড়ে ৫০ কোটি টাকা, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ কোটি ইউনিট ছেড়ে ৫০ কোটি টাকা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ৪৫ কোটি টাকা, ফ্যামিলিটেক্স ৩ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে অভিহিত মূল্যে ৩৪ কোটি টাকা, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যে ১৪ কোটি টাকা। বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৫ টাকা প্রিমিয়ামসহ ৪০ কোটি টাকা, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস শেয়ারবাজারে ৪ কোটি শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ৫০ টাকা প্রিমিয়ামসহ ২৪০ কোটি টাকা। গ্লোবাল হেবি কেমিক্যালস ১ কোটি ২০ শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ ২৪ কোটি টাকা। গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ৩ কোটি শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৫ টাকা প্রিমিয়ামসহ ৭৫ কোটি টাকা। প্রিমিয়াম সিমেন্ট ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১২ টাকা প্রিমিয়ামসহ ২৬ কোটি ৪০ লাখ টাকা। আরগন ডেনিমস ৩ কোটি শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৫ টাকা প্রিমিয়ামসহ ১০৫ কোটি টাকা। সামিট পূর্বাঞ্চল পাওয়ার ৩ কোটি শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ৩০ টাকা প্রিমিয়ামসহ ১২০ কোটি টাকা। সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যে ১২ কোটি টাকা সংগ্রহ করে।
এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আরো ৫ কোম্পানিকে আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- হা-অয়েল টেক্সটাইলস, মতিন স্পিনিং মিলস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, এএফসি এগ্রো বায়োটেক এবং মোজাফফর হোসাইন স্পিনিং মিলস। এসব কোম্পানির মধ্যে মতিন স্পিনিং মিলস লিমিটেডকে শেয়ারবাজারে ৩ কোটি ৪১ লাখ শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৭ টাকা প্রিমিয়ামসহ মোট ১২৬ কোটি ১৭ লাখ টাকা, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ কোটি শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যে ২০ কোটি টাকা, এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডকে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যে ১২ কোটি টাকা, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডকে ২ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে ১০ টাকা অভিহিত মূল্যে ২৭ কোটি ৫০ লাখ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারকে উজ্জীবিত রাখতে নতুন কোম্পানির আইপিও অনুমোদনের প্রয়োজন রয়েছে। কিন্তু যেসব কোম্পানির নাম অনেকেই জানে না, তাদের প্রিমিয়ামসহ অনুমোদন দেয়া হলে বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আবার যেসব কোম্পানি প্রিমিয়ামের যোগ্য নয়, তাদের মাত্রাতিরিক্ত প্রিমিয়াম দেয়া হলে তা বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যা এক সময় বিনিয়োগকারীদের বড় ধরনের ক্ষতির মুখে ঠেলে দিতে পারে। যদিও দায়ভার নিয়ন্ত্রক সংস্থাকে নিতে হয় না। তাই পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় কোনো কোম্পানির আইপিও নিয়ে কোনো ধরনের প্রশ্নের উদ্রেক না হয়, সেদিকে সংশ্লিষ্ট সংস্থার নজর রাখা উচিত। আগামীতে মৌলভিত্তি ও প্রিমিয়াম ছাড়া কোম্পানির অনুমোদনের বিষয়ে বিএসইসির জোর দেয়া উচিত বলে মনে করেন তারা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button