টানা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে ৩ বাসে আগুন
বিরোধী জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দ্বিতীয় রাজধানীর গুলিস্তান, পুরান ঢাকা এবং আবদুল্লাহপুরে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে পোস্তগোলা ফায়ার কন্ট্রোল স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। অবশ্য এর আগেই বাসটি ভস্মীভূত হয়ে যায়।
এদিকে, রাজধানীর পুরান ঢাকায় মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তায় একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা সদরঘাট-মিরপুর রুটের ইউনাইটেড পরিবহনের এ বাসটিতে আগুন দেয়া হয়।
এছাড়া, রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় এএম সিটিং সার্ভিস নামের অপর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে সেখানেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।