স্কাইপ হ্যাক করেছে সিরিয়ান ইলেকট্রনিক আর্মি
সামাজিক মিডিয়া স্কাইপ হ্যাক করেছে সিরিয়ান ইলেকট্রনিক আর্মি (এসইএ)। হ্যাক করে স্কাইপ-এর সাইটে তারা নজরদারি বিরোধী বার্তা পোস্ট করেছে। তাতে স্কাইপের মালিকানাধীন ইমেইল সার্ভিস মাইক্রোসফট ব্যবহার না করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, ওই সংস্থা আপনার একাউন্ট মনিটরিং করছে। এর মাধ্যমে ওই ডাটাগুলো তারা সরকারের কাছে বিক্রি করে দিচ্ছে। সমপ্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি বিষয়ক কর্মসূচির কথা প্রকাশ পাওয়ার পর তারা এই সাইটটি হ্যাকিং করেছে। সাইটটিতে তারা লিখেছে, মাইক্রোসফট ইমেইল (হটমেইল, আউটলুক) ব্যবহার করবেন না। তারা আপনার একাউন্ট নজরদারি করছে এবং ডাটা বিক্রি করছে সরকারের কাছে।