‘আল্লাহ’ লেখায় মালয়েশিয়ায় ৩০০ বাইবেল জব্দ
নিষেধাজ্ঞা অমান্য করে ‘আল্লাহ’ শব্দটি ব্যবহার করায় কমপক্ষে ৩০০ বাইবেল জব্দ করেছে মালয়েশিয়া পুলিশ। বৃহস্পতিবার মালয়েশিয়ার ইসলামী কর্তৃপক্ষ ও পুলিশ দেশটির বাইবেল সোসাইটির কাছ থেকে এসব বাইবেল জব্দ করে। এ ঘটনায় ওই সংস্থার সভাপতি লি মিন চুনসহ আরো এক কর্মকর্তাকেও আটক করা হয়েছে।
গত বছরের মাঝামাঝি সময় মালয়েশিয়ার আদালত অমুসলিমদের জন্য ‘আল্লাহ’ শব্দটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। বলা হয়, অমুসলিমদের বইপত্রে ‘আল্লাহ’ শব্দটি ব্যবহার করা হলে তাতে দেশটির মুসলমানরা বিভ্রান্ত হতে পারেন। এতে তারা ইসলাম ত্যাগ করে ভিন্ন ধর্ম গ্রহণে উৎসাহিতও হতে পারেন।
ওই নির্দেশের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার বাইবেলগুলো আটক করা হয়। জানা যায়, এসব বাইবেল প্রতিবেশি দেশ ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে।