অবৈধ শ্রমিকদের মেয়াদ আরো দুই মাস বাড়াল সৌদি সরকার
সৌদি আরবে কর্মরত অবৈধ শ্রমিকদের বৈধকরণের মেয়াদ দুই মাস বাড়িয়েছে দেশটির সরকার। যেসব শ্রমিক ইতোপূর্বে ঘোষিত ৩ নভেম্বরের মধ্যে কাগজপত্র হালনাগাদ করতে পারেননি, তাদের জন্যই এবার সময় বাড়ানো হয়েছে। সৌদি আরবের কয়েকটি সংবাদমাধ্যম শুক্রবার এ খবর প্রকাশ করেছে।
পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সোলায়মান আল-ইয়াহিয়ার উদ্ধৃতি দিয়ে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নাইফ তার বিভাগকে নির্দেশ দিয়েছেন যে যেসব শ্রমিক তাদের কাগজপত্র বৈধ করার জন্য আবেদন করেও এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছেন, তাদেরকে কাগজপত্র ১ মার্চের মধ্যে শেষ করতে হবে।
এর পরও যাদের কাছে কাগজপত্র পাওয়া যাবে না, তাদেরকে দুই বছরের জেল এবং এক লাখ রিয়াল জরিমানার সম্মুখীন হতে পারে।
সৌদি নাগরিকদের কর্মসংস্থান বাড়াতে সেদেশে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে গত বছরের ২৮ মার্চ জোরালো অভিযান শুরু হয়।
এক তথ্যে জানা গেছে, বিশেষ সুযোগ দেয়ার পর ৪০ লাখ বিদেশি শ্রমিক তাদের কাগজপত্র নবায়ন করেছে এবং ১০ লাখ শ্রমিক সৌদি আরব ত্যাগ করেছে।