নির্বাচনকে স্বাগত জানিয়ে ওয়েলস আওয়ামী লীগের সভা
শেখ এম এ সালাম: গণতন্ত্রের মানসকন্যা ডিজিটাল বাংলার রূপকার প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনী ভাষণকে স্বাগত জানিয়ে ৩ জানুয়ারি বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে যুক্তরাজ্য আওয়ামী লীগের ওয়েলস শাখার উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিসের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সেক্রেটারি প্রাক্তন ছাত্রনেতা এম এ মালিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মর্তুজা, ৫২-এর ভাষাসৈনিক সৈয়দ শফিকুল হক, আলহাজ লিয়াকত আলী, মল্লিক মোসাদ্দেক আহমদ, হারুন তালুকদার, ইমতিয়াজ আহমদ, সেলিম আহমদ, আবুল কালাম মুমিন, শেখ মো. আনোয়ার, এবি রুবেল, শেখ এম এ সালাম, বদরুল হক, আলমগীর আলম, জহির উদ্দিন আলী, লিলু মিয়া, বদর উদ্দিন চৌধুরী বাবর প্রমুখ।
ওয়েলস আওয়ামী লীগের সেক্রেটারি জামায়াত-শিবির-বিএনপির তান্ডবের তীব্র নিন্দা জানিয়ে বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের জোর দাবি জানান।
সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগ লিডার মনসুর আহমদ মকিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে স্বাগত জানিয়ে গণতন্ত্র রক্ষায় ও বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় পুণরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে এবং ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।