ড্রোন বানাচ্ছে বাংলাদেশ !
মানববিহীন বিমান (ড্রোন) বানাচ্ছে বাংলাদেশ। অবিশ্বাস্য হলেও সত্য শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ গবেষক ড্রোন বানাচ্ছে। ইতোমধ্যে তারা ড্রোনের একটা ডিজাইন তৈরি করেছেন। চলছে বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস সংযোজনের কাজ।
এপ্রিল মাসের মধ্যেই সিলেটের আকাশে ড্রোন ওড়াতে পারবেন বলে জানিয়েছেন গবেষকদল। টিমের প্রধান হিসেবে কাজ করছেন পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সৈয়দ রেজওয়ানুল হক নাবিল। প্রফেসর ড: মুহম্মদ জাফর ইকবাল ড্রোন তৈরি টিমের তত্ত্বাবধানে রয়েছেন।
এছাড়াও ড্রোন-গবেষক টিমে রয়েছেন পদার্থবিজ্ঞানের ৪র্থ বর্ষের ছাত্র রবি কর্মকার এবং ২য় বর্ষের ছাত্র মারুফ হোসেন রাহাত। তারা সকলেই সাস্ট রোবটিক্স অ্যারোনোটিক্স অ্যান্ড ইন্টারফেসিং রিসার্চ গ্রুপের www.facebook.com/SUSTRoboAero সদস্য।
নাবিল জানান, নিজের টাকাতেই তারা কাজ শুরু করেছেন। স্পন্সর পেলে আরো বড় আকারে এবং দ্রত শেষ করা সম্ভব হবে। তবে যাই হোক, এপ্রিল মাসের মধ্যেই ড্রোনটি আকাশে উড়বে।