রানা প্লাজা ধ্বংসস্তুপ থেকে আরো ২৮ মানব-হাড় উদ্ধার

রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে পুলিশ আজ শুক্রবার মাথার খুলিসহ ২৮টি মানব-হাড় উদ্ধার করেছে। স্থানীয় লোকজন, রানা প্লাজায় অবস্থিত পোশাক কারখানাগুলোর সাবেক শ্রমিকরা হাড়গুলো খুঁজে পেয়ে পুলিশকে খবর দেয়। তবে মানব-হাড়গুলো পাওয়ার পর সাভার মডেল থানার পুলিশ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘কিছু দুর্বৃত্ত’ সরকারকে অস্বস্তিতে ফেলতে হাড় উদ্ধারের নাটক করছে।
স্থানীয় লোকজন এবং রানা প্লাজায় কর্মরত সাবেক শ্রমিকরা বার্তা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করে যে তারা নিশ্চিত, শুক্রবার এবং এর আগে পাওয়া হাড়গুলো মানুষের। হাড়গুলোর মধ্যে খুলিও রয়েছে।
পরে শ্রমিকেরা সাভার বাস স্ট্যান্ডে বিক্ষোভ করে। তারা ওই ওসির বিরুদ্ধে স্লোগান দেয়। তারা রানা প্লাজার ধ্বংসস্তুপের নিচে রয়ে যাওয়া শ্রমিকদের হাড় উদ্ধারে সরকারের পদক্ষেপ গ্রহণ দাবি করে।
এর আগে ৩১ ডিসেম্বর মোস্তফা কামাল বলেছিলেন, মানুষের খুলিসহ যেসব হাড় উদ্ধার করা হয়েছে সেগুলো ‘গরুর হাড়’।
রানা প্লাজার ধ্বংসস্তুপের ২৮টি পয়েন্ট থেকে তারা হাড়গুলো উদ্ধার করেছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button