লাকসামে ৭ ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ
কুমিল্লার লাকসাম উপজেলার সাতটি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ঘটনায় ভোটার ও এলাকাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর ফলে এ আসনে ভোটারদের উপস্থিতি কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার মানুষ।
অগ্নিসংযোগ হওয়া ভোট কেন্দ্রগুলো হলো- ধামৌইছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাতাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতাকরা উচ্ছ বিদ্যালয়, সালেহপুর, চিকনিয়া, পাশাপুর ও কোমড়ার ডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা ওই সব ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করে। আগুনে ভোট কেন্দ্রগুলোর কিছু অংশ পুড়ে গেলেও পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সফিউল আলম বলেন, আগুন দিলেও ভোট কেন্দ্রগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি। ওই সাতটি কেন্দ্রে রোববার অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করতে কোনো সমস্যা হবেনা বলে জানান তিনি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, আগুনে দুটি কেন্দ্রের সামান্য ক্ষতি হলেও অন্য কেন্দ্রগুলোতে আগুন লাগার আগেই তা নিভিয়ে ফেলা হয়েছে।