এশিয়া কাপ বাংলাদেশেই হচ্ছে : খেলবে আফগানিস্তানও
রাজনৈতিক অস্থিরতা বড় অনিশ্চয়তার মধ্যেই ফেলে দিয়েছিল আসন্ন এশিয়া কাপ ক্রিকেটকে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সংঘাতময় পরিস্থিতিতে এশিয়া কাপ অন্য কোনো দেশে সরিয়ে নিতে পারে এমন অশঙ্কাও দেখা দিয়েছিল। কিন্তু সব শঙ্কা কাটিয়ে শনিবার সুসংবাদই পাওয়া গেল। এসিসির এক সভায় এশিয়া কাপ বাংলাদেশেই আয়োজিত হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এসিসির এই সভায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সভায় এশিয়া কাপ অন্য কোথাও সরিয়ে নেয়া হবে না বলে বাংলাদেশকে জানানো হয়। বাংলাদেশ ২০১২ সালে এশিয়া কাপের সর্বশেষ আসরেরও আয়োজক ছিল।
টানা রাজনৈতিক সহিংসতায় এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে বেশ কিছুটা অনিশ্চয়তাই দেখা দেয়। সম্প্রতি শ্রীলঙ্কা এই প্রতিযোগিতাটি আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখায়।
২০১২ সালে তৃতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কাকে টপকে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে এশিয়া কাপ জেতার স্বপ্ন শেষ হয়ে যায় সাকিব-তামিমদের।
উল্লেখ্য, বাংলাদেশ ১৯৮৮ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের আয়োজক হয়েছিল। এরপর বাংলাদেশে দ্বিতীয় দফা এশিয়া কাপ আয়োজিত হয় ২০০০ সালে।
এদিকে ক্রিকেট বিশ্বের দ্রুত উদীয়মান শক্তি আফগানিস্তান যোগ্যতাবলে এরইমধ্যে ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সেইসঙ্গে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে আফগানিস্তান।