মিশরে পুলিশ-ব্রাদারহুড সংঘর্ষে নিহত ১৭

Egyptমিশরে পুলিশ-ব্রাদারহুড সংঘর্ষে অন্তত ১৭ জন ব্রাদারহুডকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে রাজধানী কায়রোতে ৪ জন; আলেকজান্দ্রিয়া, ইসমাইলিয়া ও ফায়ুমে ২ জন করে এবং মিনিয়ায় ১ জন নিহত হয়েছেন।
শুক্রবারের এই ঘটনায় অন্তত ১২২ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মুসলিম ব্রাদারহুডের ওপর ক্রবর্ধমান দমনপীড়নের মধ্যেই এসব হতাহতের ঘটনা ঘটল।
মিশরের বৃহত্তম রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে দেশটির স্বৈরাচার সরকার ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার পর থেকেই আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সেনাশাসন বিরোধী বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের একজন ৩৯ বছর বয়সী মোহাম্মদ দাহী বলেন, ‘আমরা ভীত নই। আমরা মিশরকে ভালোবাসি এবং আমরা যা করছি তা মিশরের জন্যই করছি।’ তিনি বলেন, ‘আমি সব ধরনের শোষণ ও সামরিক শাসনের বিরুদ্ধে। মিশরে আমি কোনো সামরিক শাসনকে মেনে নেব না।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button