গিনেস বুকে বাংলাদেশের মানব পতাকা

Dhakaমহান বিজয়ের ৪২তম বর্ষপূর্তিতে বাংলাদেশের তৈরি মানব পতাকাটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। শনিবার বাংলাদেশ সময় (৪ জানুয়ারী ২০১৪) এ স্বীকৃতির খবর প্রকাশ করা হয় গিসেন ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।(http://www.guinnessworldrecords.com/world-records/2000/largest-human-national-flag).
সেনা বাহিনীর সহায়তায় মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড গত ১৬ ডিসেম্বর শেরে বাংলা নগরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে  এ মানব পতাকা  নির্মাণ করে, যাতে ২৭ হাজার ১১৭ জন মানুষ অংশ নেন।
বিশ্ব রেকর্ডের জন্য মানব পতাকাটি ৫ মিনিট ধরে দেখানোর কথা থাকলেও বাংলাদেশ এটি ৬ মিনিট ১৪ সেকেন্ড ধরে প্রদর্শণ করে। এর মধ্য দিয়ে বাংলাদেশ কেবল একটি দিনকে উদযাপনই করেনি একই সাথে বিশ্বের সামনে দেশের মানুষের ঐক্য তুলে ধরেছে।
মানব পতাকা তৈরিতে স্কুল কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সেনাসদস্যরা অংশ নেন। তাদের বেশির ভাগই ছিলেন বয়সে তরুণ। গিনেস অনুমোদিত একটি প্রতিনিধি দল এটি দেখে রিপোর্ট দেয়ার পর কর্র্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এর স্বীকৃতি প্রদান করার খবরটি তাদের ওয়েবসাইটে এবং ফেসবুক ও টুইটারে একযোগে প্রকাশ করে।
সর্বশেষ সবচেয়ে বড় মানব পতাকার রেকর্ডটি ছিল পাকিস্তানের দখলে। ২০১২ সালের ২১ অক্টোবর লাহোরের জাতীয় হকি স্টেডিয়ামে পাঞ্জাব ইয়থ উৎসবে এ রেকর্ডটি করেছিল ২৪ হাজার ২০০ জন মানুষ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button